কলারোয়ায় ধান ঝাড়া মেশিনে বিদ্যুতায়িত হয়ে এক ব্যক্তির মৃত্যু

প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, মে ১৮, ২০২২ | আপডেট: ১১:৩৫:অপরাহ্ণ, মে ১৮, ২০২২

সাতক্ষীরার কলারোয়া উপজেলার দক্ষিণ সোনাবাড়িয়া গ্রামের নিজ বাড়িতে ধান ঝাড়তে গিয়ে মেশিন বিদ্যুতায়িত হয়ে আরিজুল ইসলাম (৫৫) নামের এক কৃষক মারা গেছেন। তিনি উপজেলার দক্ষিণ সোনাবাড়িয়া গ্রামের মৃত আব্দুল মোড়লের পুত্র।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম জানান- মঙ্গলবার বিকাল ৪টার দিকে বিদ্যুৎচালিত ধান ঝাড়া মেশিনে আরিজুল ধান ঝাড়ছিলেন। এমন সময় ধান ঝাড়ার মেশিনটা বিদ্যুতায়িত হয়ে পড়লে আরিজুলও বিদ্যুতায়িত হয়ে গুরতর আহত হন।

স্থানীয়রা তাকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিজুলকে মৃত ঘোষনা করেন।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা জানান, ইউনিয়ন বিটের পুলিশ কর্মকর্তার কাছ থেকে বিষয়টি তিনি শুনেছেন।

 

এসজি/ডেক্স


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স