কলারোয়ায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য মুক্তিযোদ্ধা আঃ খালেকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০১৯ | আপডেট: ৯:১৮:অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০১৯

কলারোয়া(সাতক্ষীরা) প্রতিবেদক:
সাতক্ষীরার কলারোয়ায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য মুক্তিযোদ্ধা আঃ খালেক (৭৫) এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকালে কলারোয়া মুক্তিযোদ্ধা সংসদ সূত্রে জানা গেছে-উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়নের ভাদিয়ালী গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মুক্তিযোদ্ধা আঃ খালেক (৭৫) বৃহস্পতিবার দিনগত রাত দেড়টার দিকে নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ, কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আবুল হোসেন, সাংগঠনিক কমান্ডার মুক্তিযোদ্ধা সৈয়দ আলী, সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম প্রমুখ। পরে যথাযোগ্য মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

 

 

 

সুন্দরবনটাইমস.কম/ জুলফিকার আলী/কলারোয়া


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক