কলারোয়ার গোয়ালচাতর বাজারে টিসিবির মালামাল বিক্রয়ের উদ্বোধন

প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৯ | আপডেট: ৮:২৫:অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৯

প্রতিবেদক, কলারোয়া(সাতক্ষীরা):
বাজার মূল্য সহনশীল রাখতে কলারোয়ার গোয়ালচাতর বাজারে টিসিবির পন্য ন্যায্য মূল্যে বিক্রয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কেড়াগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল ও লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা কেটে এর উদ্বোধণ করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন-গোয়ালচাতর বাজার কমিটির সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মইনুর রহমান, ইউপি সদস্য মইফুল ইসলাম, শিক্ষক আঃ জব্বার, আতাউর রহমান, সিরাজুল ইসলাম, সাবেক ইউপি সদস্য শওকাত আলী, ব্যবসায়ী শেখ নজরুল ইসলাম, জিএম শফি, জিএম সোহাগ, মেসার্স স্বপ্নীল ষ্টোরের প্রোঃ অহিদুজ্জামান প্রমুখ। উল্লেখ্য-টিসিবির পন্য ন্যায্য মূল্যে বিক্রয়ের প্রতিশ্রুতি নিয়ে গোয়ালচাতর বাজারের মেসার্স স্বপ্নীল ষ্টোরের প্রোঃ অহিদুজ্জামান চিনি প্রতি কেজি ৫০ টাকা, মুসুর ডাল প্রতি কেজি ৫০ টাকা ও সয়াবিন তৈল প্রতি লিটার ৮০টাকায় বিক্রয় শুরু করেছেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

 

 

সুন্দরবনটাইমস.কম/ জুলফিকার আলী/কলারোয়া


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক