কলারোয়ার ইসলামপুর মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২০ | আপডেট: ৭:১২:অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২০

নিজস্ব প্রতিবেদক: কলারোয়ার ব্রজবাকসার ইসলামপুর দারুল উলুম দাখিল মাদ্রাসার ২০২০ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মাদ্রাসা প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

ইসলামপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা এ এফ এম ইদ্রিস আলীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি হেলাতলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা কোর্টের আইনজীবি ও কলারোয়া মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আশরাফুল আলম বাবু, বীর মুক্তিযোদ্ধা আকছেদ আলী, কলারোযা প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক সরদার জিল্লুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আয়ুব আলী, মাদ্রাসার সহ সুপার মাওলানা আয়ুব হোসেন, ইউপি সদস্য সোহরাব হোসেন।

এসময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। আগামি ৩ ফেব্রুয়ারী থেকে দেশব্যাপি এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই মাদ্রাসা হতে ৩২ জন ছাত্র-ছাত্রী এবারের দাখিল পরীক্ষায় অংশ গ্রহন করবে। অনুষ্ঠানে বিদায়ী ছাত্র ছাত্রীদের বিদায় বাণী পাঠ করেন মাদ্রাসার নবম শ্রেনীর ছাত্রী আফরোজা খাতুন। সমগ্র অনুষ্ঠানটি সন্চালনা করেন মাদ্রাসার শরীরচর্চা শিক্ষক মাস্টার আমিরুল ইসলাম।

সুন্দরবনটাইমস.কম/ডেক্স

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক