করোনার সচেতনায় খলিষখালী  ইউপি চেয়ারম্যানের ব্যাতিক্রম উদ্যোগ

প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২০ | আপডেট: ৭:১২:অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২০
নিজস্ব প্রতিবেদক, খলিষখালী(পাটকেলঘাটা):
মহামারী করোনা সংক্রমন থেকে মুক্তি পেতে সচেতনার কোন বিকল্প নেই। তাই এ ধারাবাহিতাকে সামনে রেখে খলিষখালী ইউপি চেয়ারম্যান ব্যতিক্রমধর্মী উদ্যোগ হিসাবে বাড়ি বাড়ি গিয়ে ভিজিডি চাল বিতরন করেছেন।
মঙ্গলবার(২৪মার্চ) দুপুর ২টা থেকে ২০২জন কার্ডধারীর বাড়ি চেয়ারম্যান  উপস্থিত হয়ে চাল ও  করোনা সচেতনায় লিপলেট, মাস্ক, সাবান বিতরন করেন। এ সময়  তিনি  আতঙ্কিত  না হয়ে সচেতন হওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান। 
উক্ত কর্মসুচিতে  উপস্থিত ছিলেন, তালা উপজেলা  মহিলা বিষায়ক কর্মকর্তা নাজমুন নাহার, ইউপি সদস্য পঙ্কজ রায়, সবুর সরদার, গনেশ বর্মন, ওসমান শেখ, ইউপি সচিব শহিদুল ইসলাম সহ  গ্রাম পুলিশের সকল সদস্যগন।

 

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

সুন্দরবনটাইমস.কম/ডেক্স

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক