উত্তরণ ও দলিতের আয়োজনে মাল্টিস্টেকহোল্ডার কো অর্ডিনেশন কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২১ | আপডেট: ৫:২৫:অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২১
উত্তরণ ও দলিতের আয়োজনে মাল্টিস্টেকহোল্ডার কো-অর্ডিনেশন কমিটির সভায় বক্তব্য রাখছেন সাতক্ষীরা-২ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বে-সরকারী সংস্থা উত্তরণ ও দলিতের আয়োজনে মাল্টিস্টেকহোল্ডার কো অর্ডিনেশন কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। রবিবার (২২ আগষ্ট) সকালে নেদারল্যান্ড সরকারের অর্থায়নে,দাতা সংস্থা সিমাভী এর সহায়তায়, উত্তরণ ও দলিত এর আয়োজনে WASH  SDG-WAI Bangladesh Sub programmeImplementation Phase2 প্রকল্পের আওতায় সাতক্ষীরা সদর উপজেলার অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট কমিটির সভাপতি সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

উত্তরণের প্রজেক্ট কো-অর্ডিনেটর হাসিনা পারভীনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিটিরসদস্য সচিব ছিলেন ও সাতক্ষীরা সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান। সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জিব কুমার দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা শেখ রফিকুল ইসলামসহ বল্লী, ঝাউডাঙ্গা ও আগরদাড়ি ইউনিয়নের চেয়ারম্যান,সচিব,মেম্বার,মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, ফেডারেশনের সভানেত্রীসহ পানি,স্যানিটেশন ও ন্যাপকিন ব্যবসায়ীরা উক্ত সভায় উপস্থিত ছিলেন । উক্ত সভায় তিনটি ইউনিয়নের সামাজিক মানচিত্রের মাধ্যমে প্রাপ্ত ওয়াশের তথ্য শেয়ারিং ও সমস্যা সমাধানে করণীয় নির্ধারণ, বাংলাদেশ পানি ও স্যানিটেশন সেক্টরের জন্য দরিদ্র সহায়ক কৌশল পানি,স্যানিটেশন, হাইজিন,মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং ভিলেজ ওয়াশ কমিটির সভাপতিগণ তাদের এলাকার সমস্যাসমূহ উপস্থাপন করেন।

সভার প্রধান অতিথির সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি উত্তরণ ও দলিতের ওয়াশ প্রকল্পের কার্যক্রমের প্রশংসা করে বলেন, কার্যক্রমটি খুবই বাস্তবসম্মত এবং সময় উপযোগী। প্রতিটি পরিবার যদি সচেতন হয়ে নিজেদের সুরক্ষার জন্য নিরাপদ পানি পান করে, স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারের অভ্যাস গড়ে তোলে এবং নিজেরা পরিস্কার পরিচ্ছন্ন থাকে তাহলে তারা স্বাস্থ্যঝুঁকি থেকে মুক্ত হয়ে সুস্থ জীবনযাপন করতে পারবে। তিনি আরও বলেন, যদি মানুষ একটা স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহার করেতা হলে তার ঔষধের পিছনে খরচ কমবে,পরিবারের স্বচ্ছলতা ফিরে আসবে এবং এলাকার উন্নয়ন হবে। তিনি এলাকার নিরাপদ পানির সুব্যবস্থা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলেও উপস্থিত সকলকে আশ্বস্থ করেন।


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। তালা, সাতক্ষীরা