উত্তরণের পক্ষ থেকে বিশ্ব হাত ধোয়া দিবস পালন

প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০১৯ | আপডেট: ৮:১৫:অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০১৯

নিজস্ব প্রতিবেদক, তালা:
“সকলরে জন্য উন্নত স্যানটিশেন, নিশ্চিত হোক সুস্থ্য জীবন” এবং “সকলরে হাত, পরচ্ছিন্ন থাক” এই প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় স্যানটিশেন মাস অক্টোবর-২০১৯ ও বিশ^ হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (১৫ অক্টোবর) কলারোয়া উপজলো প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল অধদিপ্তর, কলারোয়া পৌরসভা ও বে-সরকারী সংস্থা উত্তরণ, প্রাকটক্যিাল এ্যাকশান, এইচ.পি. ও অন্যান্য সংস্থা সম্মলিতিভাবে কলারোয়ায় উপজলো চত্বরে উক্ত দিবস পালন করে। এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি, হাতধোয়া র্কাযক্রম ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলারোয়া উপজলো নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজলো পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। এ সময় উপজলো স্বাস্থ্য প্রকৌশল অধদিপ্তরের সহকারী প্রকৌশলী, উপজলো মাধ্যমকি ও প্রাথমকি শিক্ষা অফিসার, কৃষি কর্মকর্তা,কলারোয়া পৌরসভার কমকর্তাবৃন্দ। আলোচনা অনুষ্ঠানরে শষে পর্যাযে উত্তরণ কর্তৃক আয়োজতি কলারোয়া পৌরসভার মুরারীকাঠী ইউনাইটডে মাধ্যমকি বিদ্যালয়ে চিত্রাংকন প্রতিযোগিতা ও বিজয়ীদরে মাঝে পুরষ্কার বতিরণ করেন অতিথিবৃন্দ।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

 

সুন্দরবনটাইমস.কম/সেলিম হায়দার/তালা/সাতক্ষীরা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক