সাতক্ষীরার আশাশুনিতে সাড়ে চার বছরের শিশু ধর্ষিত, থানায় মামলা দায়ের প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০১৯ | আপডেট: ৯:০৩:অপরাহ্ণ, আগস্ট ৪, ২০১৯ সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার মধ্যম বড়দল গ্রামের আজিজুল ইসলাম গাজীর (৫০) বিরুদ্ধে সাড়ে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার নামে আশাশুনি থানায় মামলা দায়ের করেছেন নির্যাতিত শিশুটির বাবা। রোববার (৪ আগস্ট) আশাশুনি থানায় মামলাটি দায়ের করা হয়। এর আগে শনিবার বিকালে শিশুটিকে পেয়ারা খাওয়া ও মোবাইলে ছবি দেখার নাম করে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করেন আজিজুল ইসলাম গাজী। ধর্ষক আজিজুল ইসলাম গাজী ওই গ্রামের মোহাম্মদ গাজীর ছেলে। মামলা সূত্রে জানা যায়, শনিবার (৩ আগস্ট) বিকালে বড়দল গ্রামে নানার বাড়িতে থাকা সাড়ে চার বছরের এক শিশুকে পেয়ারা খাওয়ার লোভ দেখিয়ে ও মোবাইলে ছবি দেখার নাম করে নিজ বাড়িতে নিয়ে যায় আজিজুল ইসলাম গাজী। পরে মলম জাতীয় কোন পদার্থ ব্যবহার করে তার যৌনাঙ্গ ক্ষত বিক্ষত করে নরপিচাশ আজিজুল ইসলাম গাজী। পরে ওই শিশু কাঁদতে কাঁদতে বাড়ি গিয়ে তার মাকে বিষয়টি জানায়। আশাশুনি থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, শিশুটিকে যৌন নির্যাতনের ঘটনায় রোববার সকালে তার বাবা বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেছে। শিশুটিকে আহতবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসামিকে গ্রেফতার পুলিশের অভিযান চলছে। সুন্দরবনটাইমস.কম/শা:/সাতক্ষীরা শিশু ধর্ষিতসাতক্ষীরার আশাশুনিতে সাড়ে চার বছরের শিশু ধর্ষিত সংবাদটি পড়া হয়েছে ২৮০ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন আশাশুনিতে মা’কে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগে পুত্র ও পুত্রবধু আটক আশাশুনিতে সেফটি ট্যাংকির মধ্যে আটকা পড়ে দুই জন নিহত