সাতক্ষীরায় ছাত্রলীগে নেতার পয়ে গুলি করার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০১৯ | আপডেট: ৯:১০:অপরাহ্ণ, আগস্ট ৪, ২০১৯

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমানের উপর হামলা ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জামির হোসেন ফারিবের পায়ে গুলি করার প্রতিবাদে জেলা ছাত্রলীগ মানববন্ধন করে। সাতক্ষীরা জেলা ছাত্রলীগ মানববন্ধনটির আয়োজন করে।
রবিবার (০৪ আগস্ট) দুপুর ১টা ১৫ মিনিটে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি কাজী আক্তার হোসেন, তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদী প্রমুখ।
বক্তারা বলেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমানের উপর হামলা ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জামির হোসেন ফারিবের পায়ে যারা গুলি করেছে তাদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
উল্লেখ্য, শনিবার(৩ আগষ্ট) রাত সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা জেলা শহরের শীবতলা এলাকায় ছাত্রশিবিরের কিছু নেতা-কর্মী নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সাদেক সহ ৮-১০ জন সেখানে সত্যতা যাচাই করতে গেলে, সে সময় শিবিরের নেতা কর্মীরা তাদের উপর প্রথমে গুলিবর্ষন করে পরে ইটপাটকেল নিক্ষেপ করে। হামলাকরীদের ছুড়া গুলিতে ফারাবি গুলিবিদ্ধ হয়। পরে পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।

 

 

সুন্দরবনটাইমস.কম/শা:/সাতক্ষীরা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক