শেখ হেলাল এমপির রোগমুক্তি ও বঙ্গবন্ধ পরিবারের জন্যে বাগেরহাটে দোয়া অনুষ্ঠান প্রকাশিত: ১১:০৫ পূর্বাহ্ণ, নভেম্বর ৫, ২০২০ | আপডেট: ১১:০৫:পূর্বাহ্ণ, নভেম্বর ৫, ২০২০ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র বাগেরহাট-১ আসনের নির্বাচিত সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের রোগ মুক্তি ও আশু সুস্থ্যতা কামনায় কোরআন খানি ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। চুনখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক-মুন্সি তানজিল হোসেনে বুধবার আসর নামাজ বাদ শাসন মাদ্রাসা ময়দানে উক্ত কোরআন খানি ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ হেলাল উদ্দীন এমপি’র মা রিজিয়া নাসেরসহ বঙ্গবন্ধু পরিবারের সকলের সুস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে দোয়া করা হয়। এছাড়া জেল হত্যা দিবসে নিহতদের আত্নারশান্তি কামনাসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়ে এ দোয়া অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী ওলামালীগ কেন্দ্রীয় নেতা- মাওঃ মোস্তফা চৌধূরী, অবঃ শিক্ষক শেখ শাহাদাত হোসেন, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও প্রচার সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, যুবলীগ নেতা ওবায়দুল শেখ, ছাত্রলীগ নেতা সালাহ উদ্দিন চৌধূরী প্রমূখ। দোয়া পরিচালনা করেন মাওঃ মোঃ রহমত উল্লাহ। সংবাদটি পড়া হয়েছে ২০৫ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন প্লাস্টিকের ব্যাগ-প্যানা পরিবেশ দূষন সহ হাজার বছরের অভিশাপে পৌছে দিচ্ছে দেশকে মোংলা বন্দরের নাব্যতা রক্ষা করতে না পারলে সকল উন্নয়ন-আধুনিকতা ভেস্তে যাবে