মাগুরাঘোনায় ধ্রুবের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০১৯ | আপডেট: ৭:১৭:অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০১৯ চুকনগর সংবাদদাতা: বে-সরকারী ও মানব উন্নয়নমুলক সংস্থা ধ্রুবের উদ্যোগে রোটারী ক্লাব অব খুলনা মহানগর ও গাজী মেডিকেল কলেজ এ্যান্ড হসপিটালের সহযোগীতায় মাগুরাঘোনার বেতাগ্রামের কনফিডেন্স প্রি ক্যাডেট স্কুলে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে রোটারিয়ান পিপি এস এম আতাহার আলী উক্ত ক্যাম্পের উদ্বোধন করেন। এসময় ধ্রুবের নির্বাহী প্রধান মিঃ উত্তম দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা বক্তব্য রাখেন ধ্রুবের পরিচালক মিসেস রেখা মারিয়া বৈরাগী, খুলনা মহানগর রোটারী ক্লাবের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, রোটারিয়ান এনাম আহম্মেদ, রোটারিয়ান খোকন রায়, রোটারিয়ান মোকলেসুর রহমান পিন্টু, এ্যাডঃ অর্পনা রায়, প্রধান শিক্ষক কামরুল ইসলাম প্রমুখ। চিকিংসা সেবা প্রদান করেন মেডিকেল অফিসার ডাঃ এস এস সালমান, থেরাপিক্ট ফিজিক্যাল মেডিসিন ডাঃ আবু হাসনাত প্রিন্স, মেডিকেল অফিসার শিশু বিভাগ ডাঃ শাকিলা জেরিন। আ.কু/6.32 PM/Chuk ধ্রুবফ্রি মেডিকেল ক্যাম্প সংবাদটি পড়া হয়েছে ২৮৭ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু