পাইকগাছা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে ২১ জন প্রার্থীর মনোনয়ন জমা

প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৯ | আপডেট: ১১:১৫:অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৯

নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা(খুলনা):
পাইকগাছা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে ১১টি পদের বিপরীতে ২১ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন বলে নির্বাচন কমিশন জানিয়েছেন। রোববার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে সভাপতি পদে ৩ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এরা হলেন, সাবেক সভাপতি এ্যাডঃ পঙ্কোজ কুমার ধর, জিএম আব্দুস সাত্তার ও প্রশান্ত কুমার মন্ডল। সহ-সভাপতি ২ পদের বিপরীতে মোজাফফর হাসান, আবুল কালাম আজাদ, শেখ আব্দুর রশিদ ও জিএম আক্কাজ আলী। সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক দীপংকর কুমার সাহা ও সাবেক সাধারণ সম্পাদক শেখ তৈয়েব হোসেন নূর। যুগ্ম সম্পাদক পদে অনাদী কৃষ্ণ মন্ডল ও শিবু প্রসাদ সরকার। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আব্দুল মালেক ও সরদার সুবেহ সাদিক। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে বেলাল উদ্দীন ও সাইদুর রহমান মিঠু, লাইব্রেরী সম্পাদক পদে আব্দুল মজিদ গাজী ও সঞ্জয় কুমার মন্ডল, ৩ সদস্য পদে রেহেনা পারভীন, ভবরঞ্জন বৈদ্য, সমরেশ চন্দ্র মন্ডল ও শেখ আবুল কালাম আজাদ। সহকারী নির্বাচন কমিশনার উত্তম কুমার সানা জানান, রোববার শেষ দিনে ১১টি পদের বিপরীতে ২১ জন প্রার্থী মনোনয়ন জমা দেয়। যাচাই-বাছাই শেষে সকল প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। আগামীকাল সোমবার প্রত্যাহার এবং চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। আগামী ২৪ নভেম্বর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিতব্য নির্বাচনে ৬৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে প্রার্থীরা দুটি প্যানেলে নির্বাচন করছেন বলে প্রার্থীদের বিভিন্ন সূত্র জানিয়েছেন। যার একদিকে রয়েছে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ, অপরদিকে রয়েছে সর্বদলীয় আইনজীবী পরিষদ।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

 

সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক