পাইকগাছায় জুয়া খেলায় হাতে নাতে ৩ জুয়াড়ি আটক

প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, জুন ১৭, ২০২১ | আপডেট: ৩:০৯:অপরাহ্ণ, জুন ১৭, ২০২১

পাইকগাছায় জুয়া খেলার সময় হাতে নাতে ৩ জুয়াড়ীকে পুলিশ আটক করেছে। বুধবার রাতে সংবাদ পেয়ে উপজেলার গদাইপুর মোবারক সরদারের পোল্ট্রি ফার্মের ভেতর তাস দিয়ে জুয়া খেলা অবস্থায় ৩ জনকে আটক করা হয়। পাইকগাছা থানার এসআই সঞ্জিত কুমার বিশ্বাস ঘটনার দিন মোবারক সরদারের পরিত্যাক্ত মুরগি খামারে টাকা দিয়ে জোয়া খেলা অবস্থায় ওসী এজাজ শফীর নির্দেশনায় অভিযান চালিয়ে গদাইপুরের বাচ্চু খাঁ ছেলে ইমান হোসেন (২২), কাদের সরদারের ছেলে ছাব্বির সরদার (২৪), মটবাটির আমির গাজির ছেলে মান্দার গাজি (২২)কে আটক করে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও খেলার সরঞ্জম উদ্ধার করা হয়। স্থানীয় আব্দুল খালেকের ছেলে মুছা মোড়ল(৩৯) জানান, তারা দীর্ঘ দিন ধরে টাকা দিয়ে জোয়া খেলে আসছিলো। তারা একই স্থানে বার বার জোয়া না খেলে স্থান পরিবর্তন করে। ওসি এজাজ শফী জানান, মাদক, জুয়ার ব্যপারে ছাড় দেওয়া হবে না।আটক ৩ জনের নামে থানায় জুয়া আইনে মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

আমিনুল ইসলাম বজলু। নিজস্ব প্রতিবেদক। পাইকগাছা, খুলনা