পাইকগাছায় অবৈধ মৎস্য মার্কেট বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৯ | আপডেট: ৮:৪০:অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা (খুলনা): পাইকগাছা পৌর এলাকায় কৃষি জমির উপর নির্মিত অবৈধ মৎস্য মার্কেট বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও পৌর মেয়র বরাবর স্মারকলিপি প্রদান করেছে পুরাতন মৎস্য আড়ৎদারী সমিতির ব্যবসায়ীবৃন্দ। ব্যবসায়ীরা বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ১ ঘণ্টা কর্মবিরতি পালন করে। পরে পৌর সদরে বিক্ষোভ মিছিল করে। এরপর পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর বরাবর স্মারকলিপি প্রদান করে। এ সময় উপস্থিত ছিলেন, মৎস্য আড়ৎদারী সমবায় সমিতির সভাপতি আব্দুল জব্বার সরদার, সহ-সভাপতি বিল্লাল মোড়ল, সাধারণ সম্পাদক শাহীন ইকবাল, সাবেক সাধারণ সম্পাদক স ম আব্দুর রব, কাউন্সিলর শেখ মাহবুবুর রহমান রঞ্জু, সেলিম নেওয়াজ, সন্তোষ কুমার সরদার, মেছের আলী সানা সহ সকল ব্যবসায়ীবৃন্দ। উল্লেখ্য, পুরাতন আড়ৎদারী সমিতির বহিস্কৃত সদস্য বজলুর রহমান সম্প্রতি পৌরসভার শিববাটি ব্রীজ সড়ক এলাকায় ব্যক্তিগত উদ্যোগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই অবৈধভাবে কৃষি জমির উপর মৎস্য মার্কেট নির্মাণ করেছে। মার্কেটটি বন্ধের দাবীতে পুরাতন মার্কেটের ব্যবসায়ীরা ইতোপূর্বে জেলা প্রশাসক ও ইউএনও সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছে। যার প্রেক্ষিতে প্রয়োজনীয় কোন কাগজপত্র দেখাতে না পারায় উপজেলা নির্বাহী অফিসার নবনির্মিত মার্কেটের কার্যক্রম বন্ধের নির্দেশ দেন। সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা সংবাদটি পড়া হয়েছে ১৫৭ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন শিক্ষা সফরে যেতে না দেয়ায় পাইকগাছায় স্কুল ছাত্রের আত্মহত্যা! পাইকগাছার ৬ ইট ভাটাকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা