জনস্বার্থে ইউএনও খালিদ হোসেনের সাহসী পদক্ষেপ প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২০ | আপডেট: ৯:৩৫:অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২০ ভরাটকৃত সরকারি খাল উদ্ধারে ঘটনাস্থল পরিদর্শন করেন ইউএনও খালিদ হোসেন সিদ্দিকী। জনগনের প্রয়োজনে প্রশাসন জনগনের পাশেই থাকবে, জনকল্যাণে কাজ করবে প্রশাসনের কাছে দেশের প্রতিটি মানুষের এমন প্রত্যাশা। যেখানেই জনস্বার্থ বিরোধী কাজ হবে, যারাই জন সমস্যা ও জনদূর্ভোগ সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিবে এটা সকলের কাম্য। কিন্তু প্রশাসনের কাছ থেকে জনগনের প্রাপ্তি এমনটি হয় না। বিভিন্ন কারণে কখনো কখনো জনগনের প্রত্যাশা নিরাশায় পরিণত হয়। সমস্যা সমস্যাই থেকে যায়, জন দূর্ভোগের মধ্যেই জনগনকে বসবাস করতে হয়। এক্ষেত্রে জনস্বার্থে পানি সরবরাহের সরকারি খাল উদ্ধারে সাহসী পদক্ষেপ নিয়ে ব্যতিক্রমী উদাহরণ সৃষ্টি করেছেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। তিনি শুক্রবার সকালে ছুটির দিনে নিজের আরাম আয়েস ও পরিবার পরিজনকে উপেক্ষা করে পৌরসভার অভ্যন্তরীন একটি সরকারি খাল উদ্ধারে এমন সাহসী পদক্ষেপ নেন। প্রসঙ্গত, শরিফা খাতুন নামে এক আইনজীবী পৌরসভার ৪নং ওয়ার্ড সরল এলাকার সরকারি একটি খাল মাটি ভরাট করে টিন দিয়ে ঘেরা দিয়ে বসতবাড়ী নির্মাণ করেছেন। এতে পানি সরবরাহ বাঁধাগ্রস্ত হওয়ায় এলাকাবাসি ওই আইনজীবীর বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ দেয়। বিষয়টি প্রশাসনের উচ্চ মহল পর্যন্ত গড়ায়। শেষমেষ পানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করতে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে ঘটনাস্থলে যান ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। এসময় তিনি এলাকার পানি সরবারহের জন্য ভরাট কৃত মাটি সরিয়ে নেওয়ার জন্য আইজীবীকে নির্দিষ্ট সময় সীমা বেঁধে দেন ইউএনও খালিদ হোসেন। জনস্বার্থে এমন সাহসী পদক্ষেপ নেওয়ার জন্য এলাকাবাসি ইউএনওকে সাধুবাদ জানান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, কবিতা দাস, পেশকার দীপঙ্কর প্রসাদ মল্লিক, সার্ভেয়ার কাওছার আহম্মেদ ও ইউনিয়ন ভুমি উপ- সহকারী কর্মকর্তা গোলাম রব্বানি। সংবাদটি পড়া হয়েছে ৩৫১ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন শিক্ষা সফরে যেতে না দেয়ায় পাইকগাছায় স্কুল ছাত্রের আত্মহত্যা! পাইকগাছার ৬ ইট ভাটাকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা