চুকনগরে মৎস্য পুকুরে রাতের আধারে বিষ প্রয়োগ: ৫লক্ষ টাকার মাছ বিনষ্ট

চুকনগর(খুলনা) প্রতিনিধি:
এ কেমন শত্রুতা ! খুলনার চুকনগরে এক ব্যক্তির মৎস্য পুকুরে রাতের আধারে বিষ প্রয়োগ করেছে দূবৃর্ত্তরা। এতে প্রায় ৪৫/৫০ মন সাদা মাছ মারা গেছে। যার আনুমানিক মূল্য প্রায় ৫লক্ষ টাকা।
সরজমিনে গিয়ে জানা যায়, ডুমুরিয়া উপজেলার রোস্তমপুর গ্রামের মৃত নেয়ামত আলী মোড়লের পুত্র আব্দুল মজিদ মোড়ল বাৎসরিক ৩২হাজার টাকা হারি হিসাবে মাছ চাষের জন্য একটি পুকুর হারি নেয়। কিন্তু রবিবার রাতে কে বা কারা মাছের পুকুরে ইন্ডিয়ান হিল্টন ঔষধ প্রয়োগ করে। এতে প্রায় ৪৫/৫০মন সাদা মাছ মরে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৫লক্ষ টাকা। পুকুর থেকে এক ১কেজি ওজনের ইন্ডিয়ার হিল্টন ঔষধের বোতল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান এ্যাডঃ প্রতাপ কুমার রায় ঘটনাস্থল পরিদর্শন করেন। এ রির্পোট লেখা পর্যন্ত ডুমুরিয়া থানায় একটি সাধারণ ডাইরীর প্রস্তুতি চলছিল।

সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস/চুকনগর