চুকনগরে ড্রাইভারের খামখেয়ালীপনার কারণে যাত্রীবাহী বাস খাদে: শিশুসহ আহত ৩০জন বাসযাত্রী

প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৯ | আপডেট: ১:৫৩:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৯

চুকনগর(খুলনা) প্রতিনিধি:
খুলনার চুকনগরে বাস ড্রাইভারের খামখেয়ালীপনা মনোভাবের কারণে যশোর সাতক্ষীরা রুটের যাত্রীবাহী বাস খাদে পড়ে প্রায় ৩০জন বাসযাত্রী আহত হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে চুকনগর সাতক্ষীরা মহাসড়কের বধ্যভূমি বাইপাস সড়কে এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চুকনগর সেঞ্চুরি ফিলিং স্টেশনের সামনে মহাসড়কের কালভার্ট নির্মান করার কারণে সড়কটিতে সোমবার দুপুরে জ্যাম বাধে। এসময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা (চট্র মেট্রো-জ-১১-০১৭৪)একটি বাস মহাসড়কে জ্যাম দেখে দ্রুত রাস্তা পার হওয়ার জন্য মালতিয়া মোড় দিয়ে প্রবেশ করে বধ্যভূমি বাইপাস সড়ক পথ হয়ে হাচানিয়া দাখিল মাদ্রাসার সামনের মহাসড়কে উঠার জন্য আসলে রাস্তার মাঝখানে যাত্রীবাসী বাসটি খাদে পাল্টি দেয়। এ ঘটনায় প্রায় ৩০জন বাসযাত্রী আহত হয়েছে। এদের মধ্যে একটি শিশু গুরুত্বর আহত হয়েছে। এরা হলেন সাতক্ষীরার মাধবকাটি গ্রামের গৌরাঙ্গ (৩৭) ,৬বছরের শিশু রাজদ্বীপ, সাতক্ষীরার মোড়ালিকাটি গ্রামের প্রদীপ (১৫),আরতী হোসেন (৫৫) ও কালিগঞ্জের নাজমিন নাহার(৩০)। আহতরা চুকনগর ও ডুমুরিয়া কয়েকটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ সংবাদ শুনে মাগুরাঘোনা পুলিশ ইনচার্জ নান্নু শেখের নেতৃত্বে পুলিশ সদস্য ও ডুমুরিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ জুগল বিশ্বাসের নেতৃত্বে একদল ফায়ার সার্ভিস কর্মী ঘটনাস্থলে এসে আহতদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

 

সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস/চুকনগর


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক