সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি এইচএম গোলাম রেজা করোনায় আক্রান্ত

সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি এইচএম গোলাম রেজা করোনায় আক্রান্ত হয়েছেন। গত ১১ জুন তিনি করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত নয়। এরপর থেকে তিনি বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। তবে এমপির পরিবারের বাকি সব সদস্য সুস্থ আছেন বলে জানা গেছে।

বর্তমানে তিনি মিরপুর-২ নম্বরের বাসায় চিকিৎসা নিচ্ছেন। তিনি তার সুস্থতার জন্য দেশেবাসীর কাছে দোয়া চেয়েছেন। প্রসঙ্গত, মহাজোট থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে তিনি সাতক্ষীরা-৪ শ্যামনগর কালিগঞ্জ(আংশিক) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।