পাইকগাছায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকালে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীরণ সাধু, মেয়র সেলিম জাহাঙ্গীর, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, আওয়ামী লীগনেতা আরশাদ আলী বিশ্বাস, বিভূতি ভূষণ সানা, প্রভাষক ময়নুল ইসলাম, পঞ্চানন সানা, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, দাউদ শরীফ, প্রভাষক আব্দুল ওহাব বাবলু, যুবলীগনেতা জগদীশ চন্দ্র রায়, শেখ জিয়াদুল ইসলাম, এমএম আজিজুল হাকিম, শেখ জুলি, ফাতেমা তুজ জোহুরা রূপা, দীপংকর মন্ডল, বজলুর রহমান, আল ইদ্রিস, দীজেন্দ্রনাথ মন্ডল, এসএম কবির হোসেন, সালাউদ্দীন কাদের, জেলা ছাত্রলীগনেতা পার্থপ্রতীম চক্রবর্তী, ছাত্রলীগনেতা রায়হান পারভেজ রনি, সাহেব আলী, রাশেদুজ্জামান রাসেল ও যোগেশ মন্ডল।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওঃ শাহাদাৎ হোসেন। অপরদিকে একই স্থানে সকালে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, আওয়ামী লীগনেতা হেমেশ চন্দ্র মন্ডল, এসএম রেজাউল হক, যুবলীগনেতা পবিত্র কুমার মন্ডল, গৌরাঙ্গ মন্ডল, সঞ্জিব সরকার, পরেশ মন্ডল, মানব, মিজান বাবু, দিবা, জেলা ছাত্রলীগনেতা সাব্বির হোসেন, ছাত্রলীগনেতা পল্লব বিশ্বাস, নাহিন ও সাগর।