পাইকগাছায় জেলা বিএনপির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় জেলা বিএনপির উদ্যোগে ইয়াসে ক্ষতিগ্রস্থ সোলাদানা ইউনিয়নের ভ্যাকটমারী ও বেতবুনিয়া আবাসন প্রকল্পের শুক্রবার সকাল ১০টায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে ১শ’১০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জেলা বিএনপির পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ। এ সময় উপস্থিত ছিলেন, তুষার কান্তি মন্ডল, মেছের আলী সানা, মশিউর রহমান মিলন, মোঃ আব্দুল হাকিম, মোঃ শাওন, মোঃ হেলাল উদ্দীন, রবিউল গাজী, নজরুল সানা, হাসান মল্লিক, মুসা বিশ্বাস, মোহর আলী, ইয়াকুব সরদার, রাশেদ সরদার, ওসমান মোড়ল, আব্দুল হাই, জিয়াউল সানা, দেলোয়ার ফকির, মমতাজ বেগম, মনোয়ারা বেগম, খানজাহান সানা, আজিজুল সানা, হায়দার মল্লিক, মোঃ ইব্রাহিম, কাজল গাজী, মোঃ আল-আমিন, মোঃ হাফিজুল, আবির আলী ফকির, ইয়াকুব গাজী, সিরাজুল সানা, আবুল গাজী, ছমেদ শেখ, ইসমাইল সানা, তালেব সানা, আকবার গাজী প্রমুখ।
