চুকনগরে গাজাসহ মাদক সেবককারী গ্রেফতার প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, জুলাই ২২, ২০১৯ | আপডেট: ৫:৫৬:অপরাহ্ণ, জুলাই ২২, ২০১৯ চুকনগর(খুলনা) প্রতিনিধি: চুকনগরে গাজাসহ এক মাদক সেবনকারীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে চুকনগর শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানাযায়, রবিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে চুকনগর শহরের যশোর রোডের বাস কাউন্টারের পশ্চিম পাশে বসে গাজা সেবক করছিল ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্রামের লুৎফার রহমান মোড়লের পুত্র লিটু মোড়ল (২৮)। গোপন সংবাদের ভিত্তিতে মাগুরাঘোনা পুলিশ ক্যাম্পের ইনচার্জ জাকারিয়া হুসাইনের নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে গাজা সেবন করা অবস্থায় তাকে আটক করা হয়। এ সময় তারা সাথে ছিলেন মাগুরাঘোনা পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ এএসআই ফাইসাল হোসেন ও এএসআই ফরহাদ হোসেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়। সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস/চুকনগর গাজাসহ মাদক সেবককারী গ্রেফতারচুকনগরে গাজাসহ মাদক সেবককারী গ্রেফতার সংবাদটি ৩৩৬ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু