চুকনগরে ক্রেতা সেজে স্বর্ণের আংটি চুরি: খোয়া গেছে ১২টি আংটি প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২০ | আপডেট: ১০:৪৪:অপরাহ্ণ, মার্চ ১২, ২০২০ নিজস্ব প্রতিবেদক, চুকনগর(খুলনা): চুকনগরে ক্রেতা সেজে স্বর্ণের আংটি চুরি। খোয়া গেছে ১২টি আংটি। ঘটনাটি ঘটেছে শহরের স্বর্ণ পট্রির চুকনগর জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকানে। চুকনগর জুয়েলার্সের মালিক সঞ্জয় হাজরা কালু জানায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বোরকা পরিহিত তিনজন মহিলা তার দোকানে আসে স্বর্ণের আংটি ক্রয় করার জন্য। দোকানে ভিড় থাকার কারণে তিনি আংটি বের করে দিয়ে অন্য খরিদ্দারের সাথে কথা বলতে থাকে। কিছুক্ষণ পর মহিলা তিন আংটি পছন্দ হয়নি এইমর্মে দোকান থেকে বেরিয়ে যায়। তিনি আংটি রাখার পাত্রটি চেক না করেই তাকের ভিতরে রেখে দেয়। পরে দোকানের সিসি ক্যামেরা চেকিং এর সময় দেখা যায় বোরকা পরিহিত উক্ত তিন মহিলা আংটি দেখার এক পর্যায়ে আংটি রাখার পাত্র থেকে ১২টি আংটি নিয়ে বোরকার ভিতরে সেরে রাখে। যার আনুমানিক মূল্য প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা। সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস স্বর্ণের আংটি চুরি সংবাদটি ৩৩০ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু