খাজরায় প্রি-ক্যাডেট স্কুল উদ্বোধন প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২০ | আপডেট: ১০:১১:অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২০ নিজস্ব প্রতিবেদক: আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের গদাইপুরে আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুল নামে একটি শিশু শিক্ষা প্রতিষ্ঠান উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে স্কুলের শুভ উদ্বোধন করেন, বিশিষ্ট সমাজ সেবক নুর আহম্মদ মোল্যা। গ্রামের ঝড়ে পড়া শিশুদের স্কুলগামী ও শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ঢাকা জজকোর্টের জুনিয়র আইনজীবি মাসুদুর রায়হান প্রিন্সের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অবসরপ্রাপ্ত সার্জেন্ট কামরুল ইসলাম ও গদাইপুর সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ফারুক হোসেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রধান শিক্ষক আব্দুর রহমান মোড়লসহ শিক্ষক মন্ডলী, ছাত্র-ছাত্রী, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, সমাজ সেবক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। সার্বিক সহযোগিতায় ছিলেন, মহিদুজ্জামান রাসেল, তামিম ইকবাল, আক্তার হোসেন, মোহন মোল্লা, সেলিম হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ৩০ জন শিক্ষার্থীর হাতে নতুন বছরের বই তুলেদেন। সবশেষে শিক্ষার্থীদের পরিচয়পত্র বিতরণ করা হয়। সুন্দরবনটাইমস.কম/ডেক্স শিক্ষা প্রতিষ্ঠান উদ্বোধন সংবাদটি ২৮০ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আশাশুনিতে এক গৃহবধুকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা আশাশুনিতে নির্মানাধীন ব্রীজ থেকে পড়ে নিহত ২, আহত ১