আশাশুনির শ্রীউলায় পানি বন্দি পরিবারের মাঝে স্যালাইন বিতরণ প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২০ | আপডেট: ৭:৩৯:অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২০ আশাশুনির শ্রীউলায় পানি বন্দি পরিবারের মাঝে স্যালাইন বিতরণ। আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালায় নদী ভাঙ্গন ও বন্যা কবলিত এলাকার পানি বন্দি পরিবারের মাঝে খাওয়ার স্যালাইন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার আশাশুনি ব্লাড ব্যাংকের পক্ষ থেকে পানি বন্দি সর্বমোট ৫০০ পরিবারের মাঝে ৩ হাজারেরও বেশি এ খাওয়ার স্যালাইন বিতরণ করা হয়। বন্যা কবলিত এলাকায় সুপেয় খাওয়ার পানির অভাবে নানা ধরণের পানি বাহিত রোগ দেখা দেওয়ায় এই খাওয়ার স্যালাইন বিতরণকালে এসময় আশাশুনি ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক আবু শাহারিয়া, সভাপতি রনি, সহ প্রতিষ্ঠাতা জিল্লুর রহমান, সদস্য হাফিজ মামুন, আতাউর রহমান, জাহিদ হাসান, মাসুদ রানা, আতিকুর রহমান, আরিফুজ্জামান সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এর আগে গত ১৮ অক্টোবর আশাশুনি সদর ইউনিয়নের জেলেখালি নদী ভাঙ্গন বন্যা কবলিত এলাকায়ও মোট ২০০ পানি বন্দি পরিবারের মাঝে খাওয়ার স্যালাইন বিতরণ করে আশাশুনি ব্লাড ব্যাংক। সংবাদটি ২৩৬ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আশাশুনিতে এক গৃহবধুকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা আশাশুনিতে নির্মানাধীন ব্রীজ থেকে পড়ে নিহত ২, আহত ১