কপিলমুনিতে গাঁজাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক, কপিলমুনি(খুলনা):
কপিলমুনিতে গাঁজাসহ এক যুবককে আটক করেছে ফাঁড়ী পুলিশ। আটকের পর তাকে পাইকগাছা থানায় সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, কপিলমুনি পুলিশ ফাঁড়ীর এ এস আই প্রবাস মিত্র সংগীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ৯ টার দিকে কপিলমুনি ফকিরবাসা এলাকার প্রধান সড়ক থেকে শেখ তামিম (১৮) কে ৬ গ্রাম গাঁজাসহ আটক করে। আটককৃত যুবক হরিদাশকাটী গ্রামের শেখ জাকিরের ছেলে। এ ঘটনায় পাইকগাছা থানায় একটি মামলা দায়ের হয়েছে, যার নং ২৬।
সুন্দরবনটাইমস.কম/এইচ এম এ হাশেম/কপিলমুনি