কপিলমুনিতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ: আহত ৭

প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৯ | আপডেট: ৩:০৭:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৯

নিজস্ব প্রতিবেদক, কপিলমুনি(খুলনা):
খুলনার কপিলমুনিতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন। দফায় দফায় সংঘর্ষের সময় পুলিশ মোতায়েনের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানান, সোমবার সন্ধ্যা ৭ টার দিকে পূর্ব শত্রুতার জেরে ছাত্রলীগের ২ কর্মীর মধ্যে ঝগড়া হয়, এরপর খবর ছড়িয়ে পড়লে কপিলমুনি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ ইমরান মোল্যা গ্রুপ ও ছাত্রলীগ নেতা মোঃ রাসেল মোড়ল গ্রুপের মধ্যে কপিলমুনি বাজারের প্রধান সড়কে সংঘর্ষ বাধে। কয়েক দফায় সংঘর্ষে উভয় পক্ষের মধ্যে আকাশ মোড়ল (২০), ইমরান মোল্যা (২৩), ইমরান হোসেন আকাশ (১৯), রায়হান মুন্সী (১৯), ইমরান বিশ্বাস (২৪), আসিফ সরদার ২০) ও আমিরুল ইসলাম (২৬) আহত হয়।
এদিকে সংঘর্ষ তুমুল আকারে রুপ নিলে কপিলমুনি পুলিশ ফাঁড়ী ইনচার্জ সঞ্জয় দাশ ও এ এস আই প্রবাস মিত্রের নেতৃত্বে পরিস্থিতি নিয়ন্ত্রেনে আসে। আহতদের কপিলমুনি সরকারি হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্ত্তি করা হয়। সোমবার রাত ৯ টার দিকে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক শেখ ফোর্স নিয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে কপিলমুনিতে দীর্ঘক্ষণ অবস্থান করেন। দীর্ঘরাত পর্যন্ত বাজারে পুলিশ মোতায়েন ছিল।
এবিষয়ে কপিলমুনি পুলিশ ফাঁড়ী ইনচার্জ পুলিশ পরিদর্শক সঞ্জয় দাশ বলেন, ‘উত্তেজনার সময় আমি ফোর্স নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এখন পর্যন্ত (মঙ্গলবার দুপুর ১টা ৩৫ মিনিটি) থানায় মামলা হয়নি।’

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

 

 

সুন্দরবনটাইমস.কম/এইচ এম এ হাশেম/কপিলমুনি


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক