তেলবাজ, দলদাস প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০১৯ | আপডেট: ৩:৪৭:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০১৯ =====তেলবাজ, দলদাস==== ………………শ্যামল বণিক অঞ্জন তেলবাজ আর দলদাসেরা নিংড়ে নিচ্ছে রস, ধূলো দিয়ে নেতার চোখে রাখছে করে বশ! চলছে ওরা নাম ভাঙিয়ে ব্যক্তি কিম্বা দলে, যাচ্ছে করে স্বার্থ সিদ্ধী নানান ছলে বলে। ধান্দা করে, আন্ধা হয়ে ঘুরছে সারাক্ষণ, আদর্শ নাই সঙ্গী কেবল মিছে আস্ফালন! বসন্তেরই কোকিল ওরা ফাগুন শুধু খোঁজে, সুযোগ পেলে, আগুন জ্বেলে যাবে চক্ষু বুজে। আজকে সেজে খাঁটি প্রেমিক করছে পরকীয়া, চাটুকারী তোষণ করে ভরছে যেন হিয়া! সুন্দরবনটাইমস.কম/শ্যামক বণিক অঞ্জন/কবিতা/ডেক্স কবিতা শ্যামল বণিক অঞ্জনতেলবাজদলদাস সংবাদটি ৪৩৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন “হরিষে বিষাদ” আজ বিশ্ব ভালোবাসা দিবস: কেন এই ভালোবাসা দিবস?