কবিতা: ’মুজিব শতবর্ষের উপহার’

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২১ | আপডেট: ৫:৪১:অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২১
লেখক সরদার এমএ মজিদ

শেখ সাহেবের জন্ম ছিল ঊনিশ শত কুড়ি সনে,
তাঁর উছিলায় স্বাধীন দেশে বাস করে জনগনে।
মুজিব শতবর্ষে গৃহহীন প্রজাগনের উপহার,
বহু কষ্ঠ সহ্য করে তাদের জুটেছে নতুন ঘর।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার সরকার,
এই দেশের রাজনীতিতে এমন লোকের দরকার।
উন্নয়নের রোল মডেল তাঁহার তুলনা হয় না,
বিশ্বের সেরা রাজনীতিবিদ শেখ মুজিবের কন্যা।

বাস্তহারা গৃহহারা শেখ হাসিনার যে অবদান,
গৃহহীন প্রজাগন স্মরন করবেন চিরদিন।
ধন্য তুমি পূণ্য তুমি এসব উপহার তোমারি জন্য,
ধরনীর বুকে সুখ্যাতি তোমার পরকাল হবে ধন্য।

পাটকেলঘাটা শহর মাঝে কপোতাক্ষ নদের তীরে,
এমন প্রতিবন্ধী পরিবারের কথা বলছি ধীরে।
তিনি প্রতিবন্ধী তাহার পরিবারে আছে চার কন্যা,
লেখাপড়া শেখাইতে যেয়ে পরিবারে বহে গেছে বন্যা।

চাকুরী করার মতন কন্যাদের তিনি দিয়েছে শিক্ষা,
সরকারী চাকরী পেলে তিনি আর করবেন না ভিক্ষা।
মুজিব বর্ষ পালন হইল দুই হাজার কুড়ি সনে,
শেখ হাসিনার দীর্ঘ্য আয়ু কামনা করি সকল প্রাণে।

 

লেখক ও গবেষক
সরদার এম এ মজিদ
পাটকেলঘাটা, সাতক্ষীরা।
মোব: ০১৭২৩৯১২৭৪১।


আপনার মতামত লিখুন :

লেখক। সরদার এম এ মজিদ। পাটকেলঘাটা, সাতক্ষীরা