পাইকগাছায় ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২১ | আপডেট: ৭:৪৩:অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২১ পাইকগাছায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চুর বাড়িতে পানির লাইন সংযোগ দেয়ার সময় ভবনের দো-তলার ছাদের রেলিং ভেঙ্গে পড়ে সবুজ সরদার (৩২) নামে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার সকাল ৮টায় পৌর সদরে। সে পৌরসভার ৫ নং ওয়ার্ডের শাহাজান সরদারের ছেলে। নিহতের বড় ভাই আলমগীর হোসেন জানান, আমার ভাই সবুজ সরদার নির্মাণ শ্রমিকের কাজ করে। সে সকাল সাড়ে ৭টার দিকে কাজের উদ্দেশ্যে পৌর সদরে আসে। এসময় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চুর বাড়ির দো-তলা ভবনের পানির লাইনের সংযোগ কাজ করছিলো। হঠাৎ ভবনের ছাদের রেলিং ভেঙ্গে নিচে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে তাকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক জানান, সে হাসপাতালে পৌছানোর আগেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) মোঃ সাইফুল ইসলাম ও থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থল পরিদর্শন করে মৃত্যের সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে হস্থান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অস্বাভাবিম মৃত্যু মামলা হয়েছে বলে ওসি জিয়াউর রহমান জানান। সংবাদটি ২৬৯ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার কপোতাক্ষের বাঁধে ভয়াবহ ভাঙ্গন: ঝুঁকিতে এলাকাবাসী পাইকগাছায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি