পাইকগাছায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার ভাতার টাকা পকেটমার


পাইকগাছা (খুলনা) সংবাদদাতা:
পাইকগাছায় বৃদ্ধ মুক্তিযোদ্ধা খয়বার আলীর ১৮ হাজার টাকা পকেটমার নিয়ে পালিয়ে যায়। তার ১ ঘন্টা মধ্যে পুলিশ টাকা উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার বেলা সাড়ে ১২টায় মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা উঠানোর পর পৌর সদরের চৌরাস্তা মোড় থেকে বৃদ্ধের পাঞ্জাবীর পকেট কেটে উক্ত টাকা নিয়ে যায়। বিষয়টি থানা পুলিশকে অবহিত করার পর পুলিশ সোর্সের মাধ্যমে পকেটমার ভিলেজ পাইকগাছার ইমনকে ধাওয়া করে। এ সময় সে শিবসা ব্রীজের অপর প্রান্তে বাসাখালী-হরিখালীর চকে একটি চিংড়ি ঘেরের ফাঁড়িতে টাকা ফেলে পালিয়ে যায়। এসআই অখিল রায় ও অনিষ মন্ডল উদ্ধারকৃত টাকা থানায় জমা দেয়। ওসি এমদাদুল হক শেখ মুক্তিযোদ্ধা খয়বার ও তাঁর স্ত্রী হাসিনা বেগমের হাতে টাকা তুলে দেন। এ ঘটনায় ইমনকে আটকের চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান।
সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা