প্রতাপনগরে বিভিন্ন প্রকল্পের কাজ পরিদর্শন করলেন ইউএনও

প্রতাপনগরে বিভিন্ন প্রকল্পের কাজ পরিদর্শন করছেন ইউএনও মীর আলিফ রেজা।
আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে বিভিন্ন প্রকল্পের কাজ ও আশ্রয়ন কেন্দ্র পরিদর্শন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার কাজ পরিদর্শন করেন।

সরকারের আর্থিক সহায়তায় প্রতাপনগর ইউনিয়নে বিভিন্ন প্রকল্পের অধীন কাজ চলছে। এসব কাজের অগ্রগতি, কাজের মান ও অবস্থা সম্পর্কে খোজ নিতে কাজগুলো সরেজমিন পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা।
উপজেলা নির্বাহী অফিসার কাবিখা প্রকল্পের প্রি ওয়ার্ক, এলজিএসপি প্রকল্পের কাজ ও নাকনা আশ্রয়কেন্দ্র কমিউনিটি সেন্টার এর কাজ পরিদর্শন করেন। কাজের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। কাজের অগ্রগতি ও অবস্থা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন প্রমুখ তার সাথে ছিলেন।