আশাশুনিতে মোবাইল কোর্টে জরিমানা প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২০ | আপডেট: ৯:১২:অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২০ আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনার দৃশ্য। আশাশুনি উপজেলার আনুলিয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার বিকালে এ আদালত পরিচালনা করা হয়। করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশনা বাস্তবায়নে মাস্ক পরিধান ও সামাজিক দুরত্ব নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা আনুলিয়া ইউনিয়নের বিছট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মাস্ক পরিধান না করায় এবং বেশি দামে মাস্ক বিক্রি করায় ৩টি মামলায় ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া করোনা ভাইরাস মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টির জন্য প্রচার চালানো হয়। এসময় পিআইও সোহাগ খান, অফিস সহকারী আব্দুর রশিদ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন। এসজি/ডেক্স সংবাদটি ৪০৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আশাশুনিতে এক গৃহবধুকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা আশাশুনিতে নির্মানাধীন ব্রীজ থেকে পড়ে নিহত ২, আহত ১