পাইকগাছায় ৫ ঔষধ ব্যবসায়ী ও ২ জনকে জরিমানা প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২০ | আপডেট: ৮:৪৪:অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২০ পাইকগাছা পৌর সদরের ফার্মেসীর দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। পাইকগাছা পৌর সদরের বিভিন্ন ঔষধের দোকান ও মাস্ক ব্যবহারের ওপর ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী মঙ্গলবার দুপুরে পৌর সদরে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় লাইসেন্স না থাকায় এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ৫ ঔষধ ব্যবসায়ীকে ১৫ হাজার এবং মাস্ক ব্যবহার না করায় ২ জনকে ৪শ টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন, থানার এএসআই পলাশ ও পেশকার দীপংকর প্রসাদ মল্লিক। সংবাদটি ২২৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার কপোতাক্ষের বাঁধে ভয়াবহ ভাঙ্গন: ঝুঁকিতে এলাকাবাসী পাইকগাছায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি