আশাশুনির খাজরায় ঘের দখল কেন্দ্রিক হামলায় আহত-৭ ও বাড়ি ভাংচুর ১৫টি প্রকাশিত: ১১:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২০ | আপডেট: ১১:৪৬:অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২০ নিজস্ব প্রতিবেদক, আশাশুনি(সাতক্ষীরা): আশাশুনি উপজেলার খাজরায় ঘের দখল কেন্দ্রিক হামলা ও ১৫টি পরিবারের ঘর-বাড়ি ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে খাজরা ইউনিয়নের গদাইপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত ৭ জনের মধ্যে মৃত ছামছুর মোল্যার ছেলে শরবত মোল্যা (৫৫) ও তার স্ত্রী শেফালী (৪৮) খাতুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে, মৃত আইজুদ্দিন মোল্যার ছেলে রব্বানী মোল্যা (৬৫), বারেক মোল্যার ছেলের লাদেন মোল্যা (১৮), ও পিনাক বিশ্বাসের ছেলের শরিফুল বিশ্বাস, শরবত মোল্যার ছেলে সবুজ মোল্যাকে (২৭) সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি এবং শরবত মোল্যার ছেলে সবুজ মোল্যা (২৭) ও হাবিবুল্লাহ মোল্যার স্ত্রী আরিফা খাতুনকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। সরেজমিনে ঘুরে ও স্থানীয়দের বক্তব্য অনুসারে জানাগেছে, শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে খাজরা ইউপি চেয়ারম্যান ডালিমের নেতৃত্বে লোহার রড, রাম দা ও লাঠিসোটা নিয়ে ৩০ থেকে ৪০ জনের একদল সন্ত্রাসী গ্রুপ গদাই পুর গ্রামের বিভিন্ন বাড়িতে অতর্কিতভাবে হামলা চালিয়ে মারপিট ও ঘরবাড়ি ভাঙচুর করে। যাদের ঘর ভাঙচুর হয়েছে সহিদ উদ্দীন মোল্যার ছেলে মুকুল মোল্যা, লালচাঁদ মোল্যার ছেলে আসাদুল মোল্যা, রব্বানী মোল্যার ছেলে হাফিজুল মোল্যা, নোয়াব আলী মোল্যার ছেলে কালাম মোল্যা, শাহাজান মোল্যা, তরিকুল মোল্যা, শামসুর মোল্যা ছেলে শরবত মোল্যা সহ ১৫টি পরিবারের ঘরবাড়ি রান্নাঘর ও খাওয়ার ঘরসহ হাড়ি পাতিল ভাঙচুর করে। সন্ত্রাসী চেয়ারম্যান ডালিমের নেতৃত্বে সন্ত্রাসী গ্রুপের যাদের চেনা গেছে তারা হলো দাউদ মোল্যার ছেলে আনারুল মোল্যা, রেজাউল মোল্যার ছেলে মুস্তাকিম, আতিয়ার মোল্যার ছেলে খোকন ওরফে (ডাকাত খোকন), কুদ্দুস সরদারের ছেলে হিরো সরদার, মিজান গাজীর ছেলে আল মামুন, ছবেত মোল্যার ছেলে ছোট কখন, ওমর মোল্যার ছেলে নুরুল মোল্যা, রজব আলী মোল্যার ছেলে লম্বা খোকন, খোকন মোল্যার ছেলে জামিরুল মোল্যা প্রমুখ। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। সুন্দরবনটাইমস.কম/ডেক্স সংবাদটি ২২৫ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আশাশুনিতে এক গৃহবধুকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা আশাশুনিতে নির্মানাধীন ব্রীজ থেকে পড়ে নিহত ২, আহত ১