দেবহাটায় ২১৩ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০১৯ | আপডেট: ৩:২৬:অপরাহ্ণ, জুলাই ১৮, ২০১৯

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

দেবহাটা(সাতক্ষীরা) প্রতিনিধি:
দেবহাটার ইছামতি নদীতে অভিযান চালিয়ে ২১৩ বোতল ফেন্সিডিল সহ রজব আলী রনি (৩০) ও আকবর হোসেন (৪৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত রজব আলী রনি উপজেলার বসন্তপুরের মৃত রবিউল ইসলামের ছেলে এবং আকবর হোসেন নাংলা গ্রামের দীন মোহাম্মাদের ছেলে। বৃহষ্পতিবার রাত আড়াই টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটেলিয়ানের দেবহাটা বিওপি ক্যাম্পের কমান্ডার ইব্রাহিম মিঞায় নেতৃত্বে বিজিবি সদস্যরা ইছামতি নদীর মাঝ বরাবর এলাকায় অভিযান চালিয়ে মাদক চোরাচালানকালে ২১৩ বোতল ফেন্সিডিল সহ তাদের দু’জনকে আটক করে। তবে অভিযানকালে অপর সুচতুর মাদক ব্যবসায়ী উপজেলার চন্ডীপুর গ্রামের আমীর গাজীর ছেলে পলাশ হোসেন (৩১)। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে দেবহাটা থানায় মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে বিজিবি।

 

 

সুন্দরবনটাইমস.কম/আ:ই/দেবহাটা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক