১০ বছর মেয়াদের চমক নিয়ে চলতি মাসেই চালু হচ্ছে ই-পাসপোর্ট

প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০১৯ | আপডেট: ৫:০৮:অপরাহ্ণ, আগস্ট ১০, ২০১৯

চলতি মাসেই চালু হচ্ছে ই-পাসপোর্ট

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

ডেস্ক রিপোর্টঃ ই-পাসপার্ট নিয়ে জটিলতার অবসান ঘটছে। প্রকল্প বাস্তবায়নকারী জার্মান প্রতিষ্ঠান ভেরিডোসের সঙ্গে ফিঙ্গার প্রিন্ট নিয়ে বিরোধেরও সুরাহা হচ্ছে।
ই-পাসপোর্ট দুই ধরনের হবে
৪৮ পৃষ্ঠার ও ৬৪ পৃষ্ঠার
* ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট ৬ বছর মেয়াদীঃ-
ক) সাধারন ফি: ৩,৫০০/-
খ) জরুরী ফি: ৫,৫০০/-
গ) অতি জরুরী: ৭,৫০০/-
* ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট ১০ বছর মেয়াদীঃ-
ক) সাধারন ফি: ৫,০০০/-
খ) জরুরী ফি: ৭,০০০/-
গ) অতি জরুরী: ৯,০০০/-
* ৬৪ পৃষ্ঠার পাসপোর্ট ৫ বছর মেয়াদীঃ-
ক) সাধারন ফি: ৫,৫০০/-
খ) জরুরী ফি : ৭,৫০০/-
গ) অতি জরুরী : ১০,৫০০/-
* ৬৪ পৃষ্ঠার পাসপোর্ট ১০ বছর মেয়াদীঃ-
ক) সাধারন ফি: ৭,০০০/-
খ) জরুরী ফি : ৯,০০০/-
গ) অতি জরুরী : ১২,০০০/-
এ প্রসঙ্গে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো: সোহায়েল হোসেন খান বলেন, দীর্ঘ প্রচেষ্টায় আমরা এখন সম্পূর্নভাবে প্রস্তুত। যে কোন দিন চালু হবে ই-পাসপোর্ট।
সূত্র- দৈনিক নওয়াপাড়া


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক