সাতক্ষীরার কলারোয়ায় বজ্রপাতে কৃষক নিহত: আহত-১

প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০১৯ | আপডেট: ৮:৩২:অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০১৯

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়ায় বজ্রপাতে দেলবার হোসেন (৩০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। শনিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৭ টার দিকে কলারোয় উপজেলার জালালাবাদ মাঠে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

নিহত দেলবার হোসেন উপজেলার একড়া গ্রামের দুখে দফাদারের ছেলে ও আহত মিলন হোসেন জালালাবাদ গ্রামের মান্দার মোল্যার ছেলে।

কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ মোসলেম আহম্মেদ জানান, শনিবার সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে তারা দুই জন পাশাপাশি জমিতে আমন ধানের চারা রোপন করছিলেন। এ সময় আকাশে ব্যাপক আকারে বিদ্যুৎ চম্কাচ্ছিল। এক পর্যায়ে হঠাৎ বজ্রপাত দেলবারের মাথার উপর পড়লে ঘটনাস্থলে তার মৃত্যু হয় এবং পাশের জমিতে থাকা মিলন হোসেন গুরুতর আহত হয়।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনীর-উল গীয়াস ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন বজ্রাপাতে একজন কৃষক মারা গেছে ও একজন আহত হয়েছেন। আহত মিলন কলারোয়া হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে তিনি জানান।

 

 

সুন্দরবনটাইমস.কম/শা:/সাতক্ষীরা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক