সরকারি খালের অবৈধ নেট-পাটা অপসারণ, মাস্ক ব্যবহার না করায় ৪ জনকে জরিমানা প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২০ | আপডেট: ৯:৫১:অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২০ পাইকগাছায় সরকারি খালের অবৈধ নেট-পাটা অপসারণ এবং মাস্ক ব্যবহার না করায় ৪ জনকে জরিমানা করা হয়েছে। সরকারি সম্পত্তি অবৈধ দখল ও মাস্ক ব্যবহার না করার বিরুদ্ধে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের জিরো টলারেন্স নীতিকে অনুসরণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর নির্দেশনায় বৃহস্পতিবার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম অভিযান চালিয়ে নাছিরপুর সরকারি খালের অবৈধ নেট-পাটা অপসারণ করেন। এরপর তিনি কপিলমুনি বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় মাস্ক ব্যবহার না করায় ৪ জনকে ১ হাজার ২শ টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন, পেশকার প্রতুল জোয়াদ্দার। সংবাদটি ৪১২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার কপোতাক্ষের বাঁধে ভয়াবহ ভাঙ্গন: ঝুঁকিতে এলাকাবাসী পাইকগাছায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি