সমাজের বিশৃঙ্খলাকারীরা ইসলামের বন্ধু হতে পারেনা: পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান

প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ণ, মার্চ ২৮, ২০২২ | আপডেট: ১২:১৪:পূর্বাহ্ণ, মার্চ ২৮, ২০২২
পাটকেলঘাটা থানার খলিষখালি ইউনিয়নের এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বার্ষিক ওয়াজ মাহফিলে বক্তব্য রাখছেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম(বার)।
সমাজে ফেতনা, ফেছাদ ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা ইসলামের বন্ধু হতে পারে না। তারা ইসলামের শত্রু, ইসলাম শান্তির ধর্ম। এখানে বিশৃঙ্খলা সৃষ্টির কোন সুযোগ নেই। 
 
 
রবিবার(২৭ মার্চ) সাতক্ষীরার পাটকেলঘাটা থানার খলিষখালি ইউনিয়নের এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বার্ষিক ওয়াজ মাহফিলে এ কথা গুলো  বলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম(বার)।
 
 
তালা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও খলিষখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাংবাদিক মোজাফ্ফর রহমানের সভাপতিত্বে, এনায়েতপুর যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারি পুলিশ সুপার(তালা সার্কেল) মোঃ সাজ্জাদ হোসেন, পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ(ওসি) কাঞ্চন কুমার রায়, অফিসার ইনচার্জ(তদন্ত) বাবলুর রহমান খান ।
 
 
ওয়াজ মাহফিলে কোরআন ও হাদিসের আলোকে তাফসির করেন হাফেজ মাওলানা এস এম বাইজীব হোসাইন, মাওলানা বিল্লাল হোসাইন, মাওলানা নুরুজ্জামান, মাওলানা মিজানুর রহমান প্রমুখ।
 
 
কিশোর কুমার/ডেক্স

আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স