রুদ্র অয়ন এর কবিতা “অজানার সন্ধানে”

প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ণ, মে ১৬, ২০২০ | আপডেট: ১১:৫৪:পূর্বাহ্ণ, মে ১৬, ২০২০
যদি একটা 
সবুজ অরণ্য পেতাম,
গ্লানিময় বেদনার রং মুছে
মনটাকে নিতাম রাঙিয়ে
চির সবুজের সমারোহে। 
 
একটা আকাশ যদি
নিজের করে পেতাম, 
সেই আকাশের
বুকে মাথা রেখে
আমার সকল
জমানো কথা
আকাশটাকে শোনাতাম।
 
কিম্বা আমার 
একটা যদি
সাগর থাকতো, 
সেই সাগরের
অতল গভীরে
আমার সব
আবেগী স্বপ্নগুলো
ভাসিয়ে দিতেম ।
 
আর আমিও যেতাম ভেসে
নিজের জানার বাইরে
কোন এক অজানার সন্ধানে।

আপনার মতামত লিখুন :

কবি: রুদ্র অয়ন। ঢাকা