রাজগঞ্জ বাজারে বিদ্যুতের ১১কেবি লাইনের তারের উপর পড়ে গৃহবধুর মৃত্যু

প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২২ | আপডেট: ৭:৪০:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২২

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে বিদ্যুতের ১১কেবি লাইনের তারের উপর পড়ে বিদ্যুৎস্পৃষ্টে আমেনা খাতুন (১৮) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি-২০২২) বিকাল চারটার পর রাজগঞ্জ বাজারের চৌরাস্তা মোড়স্থ রূপ টাওয়ারের ছাদের উপর এ ঘটনা ঘটে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

মৃত আমেনা খাতুন রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল বিরিয়ানি হাউজের বাবুর্চ্ছি ফরহাদ হোসেন গাইনের স্ত্রী। এদের বাড়ি বারোবাজারের সাতমাইল বড় হইবাদপুর গ্রামে। এই দম্পত্তি রূপ টাওয়ারের তিনতলায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতো।

সরেজমিন ও প্রত্যদক্ষদর্শি সূত্রে জানাগেছে, নিহত আমেনা খাতুন ও তার স্বামী ফরহাদ হোসেন দুপুরের খাওয়া-দাওয়া শেষে রূপ টাওয়ারের ছাদের উপর পাটি (বিছানা) পেতে লুডু খেলছিলো। এরমধ্যে স্বামী ফরহাদ ছাদ থেকে বাইরে আসে।

এরপর আমেনা খাতুন চুলআচড়াতে আচড়াতে ছাদের উপর হাটতে থাকে। এক পর্যায় হাটতে হাটতে ওই ছিদের উপর দিয়ে বয়ে যাওয়া বিদ্যুতের ১১কেবি লাইনের তারের উপর পড়ে যায় এবং ঘটনাস্থলেই গৃহবধু আমেনা খাতুনের মৃত্যু হয়।

খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিসের একটি টিম এসে লাশটি উদ্ধার করেছে।

এঘটনার সত্যতা নিশ্চিত করে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইনসপেক্টর বাণী ইসরাইল বলেন- নিহতর পরিবারের লোকজনদের খবর দেওয়া হয়েছে। তারা আসলেই এঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, রাজগঞ্জ বাজারের অনেকেই জানিয়েছেন- রূপ টাওয়ারের উপর দিয়ে বয়ে যাওয়া বিদ্যুতের এই ১১কেবি লাইন অত্যন্ত বিপদজনক। এই লাইনটি স্থানান্তর করা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

উত্তম চক্রবর্তী। প্রতিবেদক। মণিরামপুর, যশোর