মণিরামপুর উপজেলার রোহিতায় একরাতে ৫ বাড়িতে চুরি

প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২২ | আপডেট: ৯:১২:অপরাহ্ণ, মার্চ ৫, ২০২২
যশোরের মণিরামপুর উপজেলার রোহিতায় একরাতে ৫ বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার মধ্যরাতে উপজেলার রোহিতা ইউনিয়নের পশ্চিম পাড়ায় ঘটনাটি ঘটে। এ সময় চোর চক্র ঘরের দরজা ও জানালা ভেঙে দুই লাখ টাকার স্বর্ণালংকার, নগদ টাকা ও সাইকেল নিয়ে গেছে বলে জানা গেছে। রোহিতা ইউনিয়নের ৪ নম্বর রোহিতা ওয়ার্ডের ইউপি সদস্য মেহেদী হাসান বলেন, শুক্রবার মধ্যরাতে রোহিতার পশ্চিমপাড়ার লোকজন ঘুমিয়ে ছিলেন। এ সুযোগে চোর চক্র ওই পাড়ার পরপর ৫টি বাড়িতে ঢুকে লুটপাট চালিয়েছে। তারা মকবুল সরদারের ঘরের দরজার তালা নষ্ট করে ভিতরে ঢুকে আলমারি ভেঙে চেন, চুড়ি ও কানের দুলসহ দুই লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে গেছে। মেম্বর মেহেদী হাসান বলেন, চোরেরা আকবার আলীর ঘরের তালা ভেঙে সাইকেল, সদরুদ্দিনের ঘরের জানালা ভেঙে ৮ হাজার টাকা, আফতাব সরদার ও আব্দুল গফুরের বাড়ি থেকে ৭০০ করে ১ হাজার ৪০০ টাকা চুরি করেছে। মেম্বার মেহেদী হাসান বলেন, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করতে যাননি। বিষয়টি খেদাপাড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) সদরুলকে জানানো হয়েছে। এএসআই সদরুল বলেন, রোহিতায় একটা সাইকেল চুরির কথা শুনেছি। আমরা রাতে নিয়মিত টহল অব্যাহত রেখেছি। 
 
রাজগঞ্জে নামযজ্ঞানুষ্ঠান চলাকালীন মোটরসাইকেল চুরি করে পালানোর সময় হাতেনাতে যুবক আটক
 
উত্তম চক্রবর্তী,নিজস্ব প্রতিবেদক।। যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে একটি মোটরসাইকেল চুরি করে পালানোর সময় জনগণের হাতেনাতে ধরা পড়েছে শহীদ শিমুল বকা (৩৬) নামের এক যুবক। সে যশোর কোতয়ালি উপজেলার নরেদ্রপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে বলে জানা যায়। শুক্রবার (০৪ মার্চ-২০২২) সন্ধ্যার দিকে উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামের নামযজ্ঞানুষ্ঠান চলাকালীন এঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানাগেছে, নামযজ্ঞানুষ্ঠানে আসা এক দর্শনার্থী তার ব্যবহৃত পালছার মোটরসাইকেলটি নামযজ্ঞানুষ্ঠানের মাঠে রেখে পাশের একটি দোকানে যায়। এমন সময় চোরচক্রের সদস্য বকা ওই মোটরসাইকেলটির তালা ভেঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় স্থানীয় কয়েকজনের নজরে পড়ে। সঙ্গে সঙ্গে তারা বকাকে হাতে নাতে ধরে ফেলে। এরপর স্থানীয় পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ওই যুবককে তারা হেফাজতে নেন। এবিষয়ে ঝাঁপা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আক্তার হোসেন জানান, আটক যুবক বকাকে মণিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :

উত্তম চক্রবর্তী। প্রতিবেদক। মণিরামপুর, যশোর