রাজগঞ্জে কঠোর লকডাউন, প্রথম দিনেই দোকানপাট ছিল বন্ধ, ভূমিকায় পুলিশ

প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, জুন ২৩, ২০২১ | আপডেট: ১০:২৯:অপরাহ্ণ, জুন ২৩, ২০২১

লকডাউনের প্রথম দিনে মনিরামপুরের রাজগঞ্জে কঠোরভাবে কার্যকর হয়েছে। বুধবার (২৩ জুন) ওষুধ ও ক্লিনিক ছাড়া সব দোকানই বন্ধ ছিল।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

জানাযায়, ৭ দিনের ঘোষিত লকডাউন কার্যকরের জন্য উপজেলা প্রশাসন ও রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পক্ষ থেকে দোকানপাট বন্ধ রাখার জন্য সর্বস্তরের ব্যবসায়ীদের নির্দেশ হয়। সকাল থেকে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ শহীদ তিতুমীর সঙ্গী ফোর্স নিয়ে বাজারে টহল দিতে থাকেন, এবং মাস্ক পরার জন্য পথচারীদের আহব্বান জানান।

বাজারের প্রত্যেকটি অলিগলি পুলিশের শক্ত অবস্থানের ফলে এ্যম্বুলেন্স ও জরুরী সেবার পরিপবহন ছাড়া কোন ইঞ্জিন চালিত বাহন চলেনি। বাজারের প্রত্যেকটি গলি ছিল ফাঁকা। বিশেষ প্রয়োজন ছাড়া তেমন কাউকে বাজারে আসতেও দেখা যায়নি।


আপনার মতামত লিখুন :

উত্তম চক্রবর্তী। প্রতিবেদক। মণিরামপুর, যশোর