প্রধানমন্ত্রীর চিকিৎসা তহবিলের চেক বিতরণ করলেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি

প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২১ | আপডেট: ৭:২১:অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২১
প্রধানমন্ত্রীর চিকিৎসা তহবিলের চেক বিতরণ করছেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি।

প্রধান অতিথি হিসাবে শনিবার(১৭ জুলাই) মনিরামপুর উপজেলা হলরুমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি মহোদয় মাননীয় প্রধানমন্ত্রীর চিকিৎসা তহবিলের চেক বিতরণ শেষে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের ঐচ্ছিক তহবিল এবং দুই মাসের সম্মানী থেকে নিজ নির্বাচনী এলাকা যশোর-৫ মনিরামপুরের প্রায় এক হাজার দুস্থ, অসহায়, হতদরিদ্র মানুষ, কবি সাহিত্যিক সাংস্কৃতিক ব্যক্তি, শারীরিক প্রতিবন্দী, ভাড়ায় চালিত মটর সাইকেল শ্রমিকদের মাঝে নগদ ১৫ লক্ষ টাকা বিতরণ করেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে (Covid-19) এর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সামাজিক দুরত্ব এবং স্বাস্থ্য বিধির বিষয়টা মাথায় রেখে মাননীয় প্রতিমন্ত্রী জনাব স্বপন ভট্টাচার্য্য এমপি মহোদয় এই হাজার লোককে মনিরামপুরের ৪ টি অঞ্চল ভাগ করে যেমন নেহালপুর কালিবাড়ী, রাজগঞ্জ, খেদাপাড়া, মনিরামপুর গরুহাটা মোড় এসব অঞ্চলের আঞ্চলিক নেতাদের মাধ্যমে বিতরণের সু ব্যাবস্থা করেন।

 

মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার সুযোগ্য মেয়র আলহাজ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, মনিরামপুর উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান কাজী জলি আক্তার, মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের ব্যক্তিগত কর্মকর্তা গাজী আসাদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

উত্তম চক্রবর্তী। প্রতিবেদক। মণিরামপুর, যশোর