মুজিব কেল্লার ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজগঞ্জে কেল্লার উদ্বোধন

প্রকাশিত: ১০:১৯ পূর্বাহ্ণ, মে ২৪, ২০২১ | আপডেট: ১০:১৯:পূর্বাহ্ণ, মে ২৪, ২০২১

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের মশ্মিমনগর ইউনিয়নের কপোতাক্ষ নদের তীর ঘেষা পারখাজুরা কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে মুজিব কেল্লার কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার (২৩ মে) বেলা সাড়ে দশটার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের সাথে একযোগে রাজগঞ্জের কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই কেল্লার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগের যশোর অঞ্চলের উপ-পরিচালক হুসাইন মোহাম্মদ শওকত। এছাড়া আরো অতিথি হিসেবে মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু আব্দুল্লাহ বায়েজিত, মশ্মিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আগামী দিনের চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক ইউসুফ আলী, সাধারণ সম্পাদক মাস্টার শহিদুল ইসলাম, যুবলীগের সভাপতি দীপঙ্কর হালদার, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মামনুর রশিদ, ইউপি সচিব বিল্লাল হোসেন, ইউপি সদস্য আজব আলী গাজী সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মণিরামপুর উপজেলা বাস্তবায়ন অফিসের তত্ত্বাবধানে এক কোটি ৪৩ লাখ ৭২ হাজার টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে একতলা বিশিষ্ট এই মুজিব কেল্লা।

আগামী ডিসেম্বর মাসে কেল্লাটির নির্মাণ কাজের সমাপ্তি হবে বলে জানান পিআইও।

মণিরামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু আব্দুল্লাহ বায়েজিত বলেন, মূলত বিভিন্ন দুর্যোগে মানুষ ও গবাদিপশুর জন্য আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে এই মুজিব কেল্লা। অন্যসময় পারখাজুরা মাধ্যমিক বিদ্যালয় তাদের প্রয়োজনে ভবনটি ব্যবহার করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

উত্তম চক্রবর্তী। প্রতিবেদক। মণিরামপুর, যশোর