যুবকদের মাথার চুল বখাটে স্টাইলে না কাটার নির্দেশ কেশবপুর ওসির

প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২০ | আপডেট: ২:৫৮:অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২০

মশিয়ার রহমান, কেশবপুর(যশোর):

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

যশোরের কেশবপুরে কোন যুবকদের মাথার চুল আঁকাবাঁকা বা বখাটে স্টাইলে কাটা যাবে না বলে সেলুন কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন কেশবপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীন। সম্প্রতি কেশবপুর পৌর এলাকাসহ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের কিছু যুবক বখাটে স্টাইলে চুল কেটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ঘোরাঘুরি করায় সচেতন মহলে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।


নাম প্রকশ না করার শর্তে একাধিক অভিভাবক জানান, কেশবপুরের কিছু যুবক বখাটে স্টাইলে চুল কেটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ঘোরাঘুরি মেয়েদের উত্যাক্ত করে চলেছে। যার কারণে বিষয়টি অভিভাবক মহলের পক্ষ থেকে কেশবপুর থানার ওসিকে অবহিত করা হয়। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে কেশবপুর পৌর শহরসহ উপজেলার প্রায় শতাধিক সেলুন কর্মীদের থানায় ডেকে তাদের সাথে মতবিনিময় কালে ওসি মোঃ জসীম উদ্দীন যুবকদের মাথার চুল বখাটে স্টাইলে কাটা বন্ধ করে স্বাভাবিক ভাবে কাটার নির্দেশ দেন। পাশাপাশি করোনা ভাইরাস সম্পর্কে সচেতন হয়ে তাদের কার্যক্রম পরিচালনা করারও নির্দেশ প্রদান করেন। এমন প্রশংসনীয় উদ্যোগ নেয়ায় কেশবপুরের সচেতন মহল সাধুবাদ জানিয়েছেন। মতবিনিয় সভায় সেলুন কর্মী পল্লাদ দাস, হারাধন দাস, গবিন্দ দাস, পরিমল দাস, পলাশ দাস, বিধান দাস, সুকান্ত দাস, আনন্দ দাসসহ প্রায় শতাধিক কর্মীরা উপস্থিত ছিলেন।


কেশবপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীন বলেন, যুবকদের মাথার চুল আঁকাবাঁকা বা বখাটে স্টাইল করে না কাটার জন্য সেলুন কর্মীদের বলা হয়েছে। কোন যুবকদের বখাটে স্টাইলে চুল কাটা দেখলে বা সেলুন কর্মীরা কাটলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন, কেশবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) ওয়াহিদুজ্জামান, উপ-পরিদর্মক কামরুজ্জামান, ফজলে রাব্বি মোল্যা, আজিজুর রহমান, ওয়াসিম আকরাম, সহকারি উপ-পরিদর্শক আবদুস সালাম, কাজী রহমত, ইমরান মোল্যাসহ সকল অফিসারবৃন্দ।

সুন্দরবনটাইমস.কম/নিজস্ব প্রতিবেদক


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক