যশোর-৬ উপ-নির্বাচন: নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করার আহবান শাহীন চাকলাদারের

প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২০ | আপডেট: ৯:৪৮:অপরাহ্ণ, মার্চ ১১, ২০২০

মশিয়ার রহমান, কেশবপুর (যশোর):
জাতীয় সংসদীয় আসন ৯০ এর যশোর-৬ (কেশবপুর) আসনে উপ-নির্বাচন আগামী ২৯ মার্চ। এ আসনের উপ-নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী শাহীন চাকলাদারকে বিজয়ী করার লক্ষ্যে কেশবপুর বে-সরকারী কলেজ শিক্ষক কর্মচারিদের উদ্যোগে আবু শারাফ অডিটোরিয়ামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি যশোর-৬ (কেশবপুর) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, বে-সরকারী কলেজ শিক্ষক কর্মচারিদের প্রতি নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করার জন্য আহবান জানাচ্ছি। কেশবপুর উপ-নির্বাচনে কোন প্রকার ষড়যন্ত্র করার চেষ্টা করলে কাউকে ছাড় দেয়া হবে না। আওয়ামী লীগের শক্তিশালী সংগঠণ ছাত্রলীগ। জনগণকে ভালবাসা দিয়ে নৌকা প্রতীকে ভোট নিতে হবে। আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। উন্নয়নের ধারা অব্যাত রাখতে নৌকা প্রতীকে ভোট দিন। আর বসে থাকার সময় নাই। নৌকা প্রতীকের গণজোয়ারে বিএনপি জামায়াত আজ দিশেহারা। আওয়ামী লীগ একটি প্রতিষ্ঠিত দল। সংগঠন শক্তিশালী হলে দল শক্তিশালী হয়। অতীতে কি ঘটেছে আর কি হয়েছে তা আমি দেখতে চাই না। আগামী ২৯ মার্চ যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে ঐক্যবদ্ধভাবে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত করতে হবে। তৃণমূলের হতদরিদ্র মানুষের ভাগ্যের উন্নয়নে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। সকল দ্বিধা দ¦ন্দ্ব ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীকের জন্য কাজ করতে হবে। বুধবার সন্ধ্যায় কেশবপুর বে-সরকারী কলেজ শিক্ষক কর্মচারিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

উপজেলার হিজলডাঙ্গা মাসুদ মেমোরিয়ার কলেজের অধ্যক্ষ মশিয়ুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমীন, যশোর শহর আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক মাহাবুব হাসান, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, সহ-সভাপতি ও কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, অ্যাডভোকেট রফিকুল ইসলাম পিটু, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, প্রভাষক কানাই লাল ভট্রাচার্জ্য, প্রভাষক মছিউর রহমান। আরও বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ.কে.এম খয়রাত হোসেন, সাংগঠণিক সম্পাদক আফজাল হোসেন, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল, আওয়ামী লীগ নেতা ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুস্তাফিজুল ইসলাম মুক্ত, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ও পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন খান, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক কাউন্সিলর জামাল উদ্দিন, যুবলীগের আহবায়ক বি এম শহিদুজ্জামান শহিদ, যশোর জেলা আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান শাহারুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মুনসুর আলী সরদার, মনোজ তরফদার, শহিদুজ্জামান শাহিন, মশিয়ার রহমান দফাদার, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক কাজী মুজাহিদুল ইসলাম পান্না, সাহরিয়ার রায়হান সান্টু, ছাত্রলীগের আহবায়ক কাজী আজহারুল ইসলাম মানিক, পৌর আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, আবুল বাসার খান, যুবলীগ নেতা সেলিম রেজা, সাজ্জাদ হোসেন, আল হেলাল সরদার, মহিলা আওয়ামী লীগের ফতেমা খাতুন, খাদিজা খাতুন, হীরা খাতুনসহ আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগের নেতা কর্মীরা।

সুন্দরবনটাইমস.কম/ডেক্স

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক