যশোর-৬ আসনে উপ-নির্বাচন আওয়ামীলীগ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১২ জন

প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২০ | আপডেট: ১:৪৭:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২০
নিজস্ব প্রতিবেদক, কেশবপুর(যশোর ):
সংসদীয় আসন ৯০ এর যশোর-৬ (কেশবপুর ) আসেন উপ-নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে দলীয় কার্যালয়ে জমা দিয়েছেন ১২ জন মনোনয়ন প্রত্যাশী ।
দলীয় সূত্রে জানা গেছে, শুক্রবার আওয়ামী লীগের ধানমন্ডি দলীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১২ জন মনোনয়ন প্রত্যাশী। তারা হলেন, প্রয়তঃ সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপির কন্যা স্থপতি নওরীন সাদেক,  চলচ্চিত্র জগতের কিংবদন্তি নায়িকা শাবানার স্বামী এ কে এস ওয়াহিদ সাদেক, বিশিষ্ট সিনিয়র সাংবাদিক শ্যামল সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এইচ এম আমির হোসেন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হুসাইন মুহম্মদ ইসলাম, আওয়ামী লীগ নেতা শেখ রফিক, শেখ আবদুল ওহাব, ব্যারিস্টার মোহাম্মদ কামরুজ্জামান, ড. তাপস দাস, আবদুল মান্নান ও তানভীর মুহাম্মদ দিপু।
শুক্রবার আওয়ামী লীগের ধানমন্ডি দলীয় কার্যালয়ে যশোর-৬ (কেশবপুর ) আসন থেকে উপ-নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে কেশবপুর উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মফিজুর রহমান মফিজ নিশ্চিত করেছেন। এখন দলীয় মনোনয়ন কে পাবেন তা একমাত্র দলীয় নেত্রী শেখ হাসিনাই জানেন বলেও তিনি জানান । উল্লেখ্য সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি মৃত্যুবরণ করায় এ আসনটি শূন্য ঘোষণা করেন ।

সুন্দরবনটাইমস.কম/মশিয়ার রহমান

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক