মাগুরাঘোনায় যুবলীগ নেতাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ

প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০১৯ | আপডেট: ৬:৪৯:অপরাহ্ণ, জুলাই ২৯, ২০১৯

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

চুকনগর (খুলনা) প্রতিনিধি:
খুলনার মাগুরাঘোনায় যুবলীগ নেতাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ পাওয়া গেছে। এ কারণে বর্তমানে তিনি চরম নিরাপত্তহীনতায় দিনযাপন করছে।
সাবেক ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগ নেতা ও মাগুরাঘোনা ইউনিয়ন আওয়ামী যুবলীগ নেতা সোহবার হোসেন সরদারের পুত্র মোঃ মাহাবুর রহমান সরদার জানায়,গত ১৫জুলাই মাগুরাঘোনা গ্রামের ওহাব আলী সরদারের পুত্র হাফিজুর রহমান সরদারের সাথে রোস্তম সরদারের পুত্র মনিরুল ইসলাম সরদারের জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে মারামারি হয়। এতে মৃত এলাহী বক্রের পুত্র মোসলেম উদ্দীন হাফিজের পক্ষ নিয়ে মারামারি করে। ঘটনার এক পর্যায়ে আমরা পাড়া প্রতিবেশী সেখানে হাজির হয়ে মারামারি বন্দ করাসহ জমিজমার বিরোধ মিটানোসহ একটি শান্তিপূর্ণ সুষ্টু সমাধানের চেষ্টা করি। আলোচনার এক পর্যায়ে উভয় পক্ষ আপস মীমাংশায় রাজি ও সম্মতি হলে আমরা একটি দিন ধার্য করি। এরই মধ্যে আঁঠারমাইলে গাড়ি পুড়ানো মামলার ৭নং আসামী মোসলেম উদ্দীন হাফিজুরের জোগসাজসে গোপনে ডুমুরিয়া থানায় গিয়ে আমাদের নামে একটি মামলা দায়ের করেন। তাছাড়া তারা ডুমুরিয়া হাসপাতালের যে সার্টিফিকেট দেখিয়ে মামলা করেছে তাতে মোসলেম উদ্দীনের জ্বরের জন্য নাপা ও গ্যাসের জন্য ওমিপ্রল ঔষধ এবং তার স্ত্রী জাহানারা বেগমের ব্যাথার জন্য টোডাল ও গ্যাসের জন্য এক্রিলড্রিন ঔষধ লেখা হয়েছে। তিনি আরও বলেন পেসক্রিপশনে জ্বর ও গ্যাসের জন্য ঔষধ লেখা সার্টিফিকেট দেখিয়ে তাদেরকে শুধুমাত্র হয়রানী করার জন্য মামলা করা হয়েছে। তাই তিনি স্থানীয় সংসদ সদস্যসহ উদ্ধোর্তন কর্তৃপক্ষের কাছে জোর দাবি অনতিবিলম্বে নাশকতা মামলার আসামী মোসলেম উদ্দীনের কবল থেকে তাদেরকে রক্ষা করা হোক।

 

 

সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস/চুকনগর


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক