মাগুরাঘোনায় পুলিশের নির্দেশ অমান্য করে সরকারী জায়গার গাছ কাটার অভিযোগ: গাছ জন্দ প্রকাশিত: ১১:৫২ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২০ | আপডেট: ১১:৫২:অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২০ নিজস্ব প্রতিবেদক, চুকনগর(খুলনা): পুলিশের নিষেধ অমান্য করে মাগুরাঘোনায় এক প্রধান শিক্ষক ও তার ভাই খুলনা খালিশপুরের নৌবাহিনীর পেটি অফিসারের বিরুদ্ধে রাস্তার উপর লাগানো সরকারী গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনারের নির্দেশে প্রশাসন গাছ জন্দ করেছে। সরজমিনে গিয়ে ও পুলিশ সূুত্রে জানা যায়, বুধবার সকালে উত্তর মাগুরাঘোনা গ্রামের মৃত আনোয়ার সরদারের পুত্র মাগুরাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম এ সেলিম ও তার ভাই খুলনার খালিশপুরের কর্মরত নৌবাহিনীর পেটি অফিসার আলী হাসান কর্তৃপক্ষের কোন অনুমতি ছাড়াই মাগুরাঘোনার দোলখোলা বাজারের সামনে সরকারী রাস্তার উপর লাগানো একটি শিরিস গাছ (যার আনুমানিক মূল্য প্রায় ৩০হাজার টাকা) লোকজন নিয়ে কাটা শুরু করে। বিষয়টি মাগুরাঘোনা পুলিশ ক্যাম্পকে অবহিত করা হলে ক্যাম্পের সহকারী ইসচার্জ এএসআই সোহেল দ্রুত ঘটনাস্থলে এসে গাছ কাটতে নিষেধ করে। কিন্তু তারা পুলিশ নিষেধ অমান্য করে গাছের ডালপালা কেটে ফেলা সহ কয়েকটি বড় বড় ডালও কেটে ফেলে। পুলিশের নিষেধ অমান্য করে গাছ কাটার ঘটনা মাগুরাঘোনা পুলিশ ক্যাম্পের এসআই মাহাবুব আলম উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ বেগম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জীব দাসকে জানালে কর্তৃপক্ষ গাছ জব্দ করাসহ অভিযুক্ত ব্যক্তিদের আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। কর্তৃপক্ষের নির্দেশ পেয়ে পুলিশ গাছের সকল মালামাল জব্দ করা করেন। এরির্পোট লেখা পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছিল বলে পুলিশ জানায়। সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস সংবাদটি ৩৫৬ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু